এনক্রিপশন ও ডিক্রিপশন কি ?

MD Taseen Khan, Encryption And Decryption
Back

🔰এনক্রিপশন ও ডিক্রিপশন কি ? Encryption , Decryption কিভাবে কাজ করে?

☑️আমরা যখনই হোয়াটসঅ্যাপে চ্যাট করি তখন আমরা প্রায়ই একটি লেখা দেখতে পাই যা হলো message and calls are end to end encrypted. এর মানে হল আপনি যা মেসেজ অথবা কল করবেন তা এনক্রিপ্ট থাকবে দুই প্রান্তের মধ্যেই যার ফলে মেসেজ অথবা কল করার সময় দুজনের মধ্যে কথোপকথন অথবা চ্যাট অন্য কেউ দেখতে পারবেনা অথবা কেউ দেখতে পেলেও কি মেসেজ করেছেন ওই লেখাটি পড়তে পারবে না। এমনকি WhatsApp কোম্পানিও লেখাটি পড়তে পারবে না।

☑️বর্তমান দিনে ব্যবহারকারী (user) এর ডেটা (data) সুরক্ষিত রাখা প্রত্যেক টেকনোলজি কোম্পানির দায়িত্ব। তা না করতে পারলে কোন ব্যবহারকারী এইসব অ্যাপ , website ব্যাবহার করবে না। আমরা প্রায়ই অনলাইনে চ্যাট , website ভিজিট , ভিডিও, গান শোনা, এবং সব থেকে গুরুত্বপূর্ণ (Important) হলো ব্যাঙ্কিং এর ক্ষেত্রে।Banking ধীরে ধীরে ডিজিটাল হয়ে যাচ্ছে এবং আমরা ব্যাংকের website এ গিয়ে যা আইডি পাসওয়ার্ড ব্যাবহার করি সেগুলি যদি কেউ জেনে নেয় তাহলে আমাদের অনেক বড়ো সমস্যা তৈরি হতে পারে।

এই কারণেই ডাটা এনক্রিপশন করা হয়।

🔰এনক্রিপশন কি? (What is Encryption?)

☑️এনক্রিপশন এর মানে হলো , যখন ডাটা কোথাও স্টোর করছেন অথবা কাউকে পাঠাচ্ছেন , চ্যাট করছেন , এগুলি যখন আমরা করে থাকি , আমাদের উদেশ্য একটাই ওই ডাটা এমন একটি format এর পরিবর্তন করে দেওয়া হয়, যাতে ওই ডাটা কেউ দেখতে না পায় অথবা যদি দেখতেও পায়, তাও যেন ওই ডাটা এর মানে বুঝতে না পারে।

যিনি ওই ডাটা টি send করছেন এবং যাকে পাঠাচ্ছে শুধু ওই দুই user ডাটা টি পড়তে পারবে।

➡️উদাহরণ হিসেবে, আপনি যদি গুগল ড্রাইভ এ hello এটি লিখে save করেন । গুগল ওই hello টিকে এমনভাবে save করে রাখবে, যা আপনি যদি দেখেন তা বুঝতেই পারবেন না। ওটা শুধুমাত্র গুগলই বুঝতে পারবে। (ধরুন google hello লেখাটিকে &^%#* এভাবে লিখে রাখলো)

যখন আপনি ওই hello লেখাটি দেখতে চাইবেন, তখন google drive এর মধ্যে ওই লেখাটিকে hello তে পরিবর্তন করার ক্ষমতা শুধু google drive এর কাছে আছে। অন্য কেউ বুঝতে পারবে না।

⏺️বর্তমান দিনের বিভিন্ন দোকানে কিছু কিছু জিনিসের দামের উপর এনক্রিপশন করা থাকে। যার মাধ্যমে ওখানে থাকা কর্মচারী শুধু ওই লেখাটি বুঝতে পারবে।

ইন্টারনেটে জগতে এনক্রিপশন ব্যাপারটা খুবই জরুরী কারণ এখানে যদি কোন তথ্য কেউ জেনে নিতে পারেন, তাহলে আপনার একাউন্ট লগ ইন করতে পারে। সেই সঙ্গে ওটা যদি ব্যাংকের অ্যাকাউন্ট হয়ে থাকে, তাহলে আরো সমস্যা হয়ে দাঁড়াতে পারে।

⤵️🔚 আমরা সাধারণত হোয়াটস্যাপ, ইমেইল এগুলি ব্যবহার করে থাকি এগুলি দুটি keyএর দ্বারা মেসেজটি secure করা হয়। এভাবেই আমাদের মেসেজ এর সিকিউরিটি প্রদান করে।

কিন্তু এর মানে এই নয় যে এটিকে অন্য কারো দ্বারা ডিকোড করা সম্ভব নয়। অনেকেই আছেন যারা গুলির সুড়ঙ্গ (loophole ) খোঁজার চেষ্টা করছে। সেইভাবে এনক্ৰিপ্টর রা system কে secure বানানোর জন্য কাজ করে চলেছে।

© MD Taseen Khan.🌐
DMCA.com Protection Status